নির্বাচনকালীন সময়ে প্রার্থী- নাগরিক-ভোটারদেরও একই রকম নিরাপত্তা প্রয়োজন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   মানুষের জন্য আইনি সহায়তা (মাজ আসার উদ্যোগে “নির্বাচনকালীন সহিংসতা রোধে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা সংগঠনটির চেয়ারম্যান আব্দুল বাতেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জানুয়ারি সোমবার সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব এর তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন (মাজশাল) এর উদ্যোগে অনুষ্ঠিত এই সংগঠনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক সাবেক জেলা ও দায়রা জাজ ইকতেদার আহমেদ।

“নির্বাচনকালীন সহিংসতা রোধে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচন সভা”য় সভাপতির বক্তব্যে ইকতেদার আহমেদ বলেন, নির্বাচনকালীন সময়ে প্রার্থীর যেমন নিরাপত্তা প্রয়োজন তেমনি সকল নাগরিক এবং ভোটারদেরও একই রকম সেবা প্রয়োজন। এই সময় সকল ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সর্বোচ্চ ভূমিকা রাখা আহ্বান জানান। এবারের নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশাই করেন তিনি। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে আইনের সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা করেন।

উক্ত সভায় সভাপতি আব্দুল বাতেন রাফি ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গবেষক আ ফ ম মশিউর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাজআস এর নির্বাহী পরিচালক সামসুদ্দেশ পিন্টু। কি নোট বক্তব্য রাখেন মাজআস এর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. একরাম উদ্দীন সুমন। আলোচনা সভায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও আন্তর্জতিক বার এসোসিয়েশন এর সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, ডাঃ এম আরিফ মোর্শেদ খান, স্পেশালিস্ট ই এন টি ও হেড-নেক সার্জন, উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন রাসেল মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন (মাজআস), দি ক্যাম্পাস মিরর এর ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম জায়েদ, সোসাইটি ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট ফজলে রাব্বি মিয়া, বাকেরগঞ্জ ফোরাম এনজিও এর নির্বাহী পরিচালক মো: শাহ আলম, মো: শাহিন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, একটিভিস্ট ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে সহযোগিতায় ছিল দি ক্যাম্পাসায়ির, ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, মিজান খান ওয়েলাক্সোর ফাউন্ডেশন, বাকেরগঞ্জ ফোরাম এনজিও এবং ইয়ুথ ফর পিস এন্ড জাস্টিস।

সভাপতি আব্দুল বাতেন রাফি বলেন, অতীতে যেমন নির্বাচন হয়েছে এইবার সবাই প্রত্যাশা করছেন ভালো একটি নির্বাচন হবে। আমাদের সংগঠন থেকে যেকোনো ধরনের আইনের সহায়তা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন বলে আশা করছি। অপসংস্কৃতির রোধ, নির্বাচনকালীন সহিংসতা রোধ এবং প্রার্থী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠন সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।

More From Author

মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে মাঠে নামুন- ডা. তাহের

ধূমপান  ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ এর কঠোর বাস্তবায়নের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.