অভিজিৎ ব্যানার্জি, ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের সামনে থেকে যাত্রীবেশে উঠে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাত পা বেঁধে কুপিয়ে আহত করে রিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আহত চালকের নাম ইলিয়াস হোসেন (৫০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামের মৃত ইশারাত আলী শেখের ছেলে। বর্তমানে রাজধানীর ৬০ ফিট এলাকায় পরিবারসহ বসবাস করেন।
আহত অটোরিকশা চালক ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে ২জন নারী যাত্রীবেশে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আরো ২জন পুরুষ ছিনতাইকারী সদস্য ওই নারীদের সাথে যুক্ত হয়ে রিক্সা থামিয়ে চালকের কাঁধে লোহার রড দিয়ে আঘাত করে। এরপর কাপড় দিয়ে চালকের চোখ রাস্তার পাশে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায়।
এব্যাপারে আহত রিকশা চালক শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ব্যস্ত থাকার কারণে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর বলেন, ঘটনা সম্পর্কে আমি জেনেছি। তদন্ত পূর্বক আমরা ছিনতাইকারীদের আইনের আওতায় আনবো।