প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময়

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ঢাকাস্থ কালিগঞ্জ ও আশাশুনিবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহিদুল আলম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ও আশাশুনিতে উন্নয়ন বঞ্চনার সমস্যা গভীর। তিনি নিজেকে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা তাঁর রাজনীতির মূল দর্শন।

ডা. শহিদুল আলমের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিনি কার্যকর স্বাস্থ্যসেবা, নিরাপদ সুপেয় পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন নিশ্চিত করবেন। এছাড়া, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং স্থানীয় মানুষের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরা হবে।

ডা. শহিদুল আলম বলেন, উন্নয়ন তখনই টেকসই হয়, যখন মানুষ নিরাপদ থাকে, সম্মান পায় এবং একে অপরের পাশে দাঁড়ায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক সচিব ও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি আবু মাসুদ, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সংগঠনিক সম্পাদক এস এম মাজারুল আনোয়ার, আশাশুনি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি ইকবাল মাসুদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, আশাশুনি উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মো. জুলাফিকার আলী জুলি, শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

More From Author

BRTA, BRTC এবং DTCA এর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কারসহ জবাবদিহিতা থাকতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *