এলপিজি সংকটের নেতিবাচক প্রভাব পরিবহন খাতে” শীর্ষক সংবাদ সম্মেলন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   এলপি গ্যাস সংকটের মুল সমস্যাকে পাশ কাটিয়ে দোষ দেয়া হচ্ছে তথাকথিত সিন্ডিকেটের। প্রাইভেট এলপি গ্যাস সেক্টরে কোন সিন্ডিকেট নেই। এটি ১০০% আমদানি নির্ভর। যা তেল সমৃদ্ধ দেশগুলো থেকে আমদানি করতে হয়। এখানে যে বিষয়টিকে আড়াল করা হচ্ছে তা হলো মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন নিষেধাজ্ঞা সরাসরি আমাদের দেশের উপর না পড়লেও পরোক্ষভাবে এটি পড়েছে। বর্তমানে বিশ্বে পন্য পরিবহনকারী জাহাজ যেমন কন্টেইনার কিংবা কার্গো জাহাজ গুলো সহজে পাওয়া যায়, কিন্তু এলপি গ্যাস পরিবহনকারী জাহাজ গুলোর সংখ্যায় সীমিত, যা আছে তা বিভিন্ন দেশ কিংবা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ।

আজ ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ শনিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দেশে চলমান এলপিজি অটোগ্যাস সংকটের কারণে “বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন” কর্তৃক “এলপিজি সংকটের নেতিবাচক প্রভাব পরিবহন খাতে” শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোঃ সিরাজুল মাওলা, সহ-সভাপতি সাঈদা আক্তার, সাধারণ সম্পাদক মোঃ হাসিন পারভেজ, যুগ্ম সাধারণ মোঃ সম্পাদক ইঞ্জি. মোঃ ইকবাল হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ মোকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মোঃ হুমায়ন কবির ভূঁইয়া, মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে দেশে চলমান এলপি গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোঃ সিরাজুল মাওলা। এলপিজি অটোগ্যাস একটি পরিবেশবান্ধব, সহজলভ্য ও সাশ্রয়ী জ্বালানি যাহা সিএনজি, পেট্রোল, অকটেন ও ডিজেলের বিকল্প হিসেবে যানবাহনে ব্যবহার হয়ে আসছে।

সংবাদ সম্মেলনে ইঞ্জি. মোঃ সিরাজুল মাওলা নিন্মোক্ত দাবিসমূহ জানানঃ-

১) এলপিজি সরবরাহ কোম্পানী অপারেটর এবং LOAB এর প্রতি আমাদের আবেদন তারা যেনো যে কোন ভাবেই হোক LPG Autogus এর চাহিদা অনুযায়ী LPG সরবরাহ নিশ্চত করেন।

২) বিইআরসি ও অন্যান্য সরকারি অথরিটি যেন LPG আমদানি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাহা সমাধান করেন ও অপারেটরের মাধ্যমে অটোগ্যাসের চাহিদা অনুযায়ী সরবাহ নিশ্চিত করেন।

৩) তাছাড়াও ভবিষ্যতে যাতে LPG সরবরাহ ব্যাঘাত না হয় সে ব্যপারে যাবতীয় পদক্ষেপ নেয়। প্রয়োজনে সরকার যেন বিকল্প হিসাবে LPG আমদানির ব্যবস্থা করেন ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সংগঠনের সভাপতি সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবহন ব্যবস্থার স্থিতিশীলতা, ভোক্তা স্বার্থ এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। এলপি গ্যাস সংকট নিরসন করা না গেলে এর প্রভাব পুরো অর্থনীতি ও জনজীবনে আরও গভীর সংকট সৃষ্টি করবে।

More From Author

কোটি টাকা হাতানোর অভিযোগে কুয়েত ভিসা সিন্ডিকেটের প্রধান আরেফের অনুসন্ধান শুরু

শুধু চিকিৎসক নয়, সামাজিকভাবে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা বাড়াতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *