মো: সাইফুল আলম সরকার, ঢাকা: সংগীতশিল্পী সজীব হাসান। ইতিমধ্যেই মিডিয়া জগতের সুনাম করিয়েছেন। ২০২৬ নতুন বছরের শুরুতেই সনাম ধন্য মিউজিক প্লাটফর্ম সাউন্ডটেক কম্পানি থেকে একটি গান প্রকাশ করেছেন তিনি। যার শিরোনাম ‘পরান তুমি’।
প্রকাশ হওয়া গানটির গীতিকার দুলাল মাহমুদ এবং গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই এঞ্জেল| মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সজীব হাসান এবং ফারজানা হাসান|
নিজের নতুন গান নিয়ে এই শিল্পী বলেন, ‘আমি গানের মানুষ, এটা নিয়ে থাকতে চাই| তাই চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।
কারণ শ্রোতাদের ভালো লাগার ওপরই আমার স্বার্থকতা|তাদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে। গানটিতে সংশ্লিষ্ট সকল সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো সাউন্টেকের কর্নধার সুলতান মাহমুদ বাবুল ভাইকে| নতুন এ গানটি এরই মধ্যে প্রকাশ হয়েছে। শ্রোতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছে।