মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর উপজেলার আট ইউনিয়ন) আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি গন মানুষের দল। আমরা সব সময় জনগনের সাথে ছিলাম এবং জনগনের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন।