‎গণভোটের মাধ্যমেই জাতীয় ঐক্য সম্ভব – মুহাম্মদ মাসুদ হোসেন

খাইরুল আলম, ঢাকা:   ‎জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) মিলনায়তনে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ফটো জার্নালিস্ট ভবনের দ্বিতীয় তলায় এই সভার আয়োজন করে জাতীয় ঐক্য জোট।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাশেমী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের মতামতই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি, তাই গণভোট ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা। তিনি বলেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার। গণভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে দেশের ভবিষ্যৎ।

‎এ সময় জাতীয় ঐক্য জোটের প্যানেল প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন শুভ বলেন, আমরা রাজনৈতিক বিভাজন নয়, ঐক্য চাই। জনগণের রায়ই হবে আমাদের দিকনির্দেশনা। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহ্ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, সমন্বয়কারী, জাতীয় ঐক্য জোট। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের কণ্ঠকে প্রাধান্য দিতে হবে। এটাই হবে সত্যিকারের জাতীয় ঐক্যের ভিত্তি।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ মাসুদ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম সমাজ ও মুখপাত্র জাতীয় ঐক্য জোট। তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক এক গণপ্রক্রিয়া। জনগণই আমাদের শক্তি।

‎এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, প্যানেল মুখপাত্র জাতীয় ঐক্য জোট। তিনি বলেন, জুলাই সনদের সফল বাস্তবায়নই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের গ্যারান্টি। ‎সভায় বাংলাদেশ ইনোভেশন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। গণভোটই হবে জাতীয় ঐক্যের পরীক্ষিত পথ।

‎অনুষ্ঠানে জাতীয় ঐক্য জোটের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

More From Author

দেশের সব হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন ইউনিট আরও শক্তিশালী করুন

চাঁদপুর নৌ- প্রশাসনের হয়রানির প্রভাব পড়ছে ভাষানচর বালুমহল ব্যবসায়ীর উপর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *