মাতৃভূমি হার্ট কেয়ারের হেলথ ম্যাগাজিন আপনার হার্টের চিকিৎসার সহায়ক হবে- ইঞ্জিঃ মোঃ মাইনউদ্দিন মিয়া

খাইরুল ইসলাম, ঢাকা:   হার্ট রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিপূর্ণ চিকিৎসা সেবার উদ্যোগ নিয়ে মাতৃভূমি হার্ট কেয়ার দীর্ঘদিন ধরেই কাজ করছে। সব শ্রেণীর মানুষকে উজ্জীবিত করতে এবং বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাতৃভূমি হার্ট কেয়ারের হেলথ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ইঞ্জিঃ মোঃ মাইনউদ্দিন মিয়া।

আজ ২৯/০৯/২০২৫ইং সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড- এর চেয়ারম্যান জনাব এবিএম হানিফ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম। প্রধান আলোচক ও কি-নোট স্পিকার মাতৃভূমি হার্ট কেয়ার লিঃ এর চীফ কন্সাল্ট্যান্ট ও সিইও ডাঃ এম এম রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতৃভূমি হার্ট কেয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিঃ মোঃ মাইনউদ্দিন মিয়া।

আমন্ত্রিত সম্মানিত অতিথির মাঝে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর সিইও জনাব এসএম নুরুজ্জামান, একাডেমিক এডভাইজার-জেসেল্টন ইউনিভারসিটি- মালায়শিয়া এন্ড হংকং এর প্রফেসর ডঃ শাহরুখ আদনান, হরমোন ও মেটাবলিজম বিশেষজ্ঞ ডাঃ সাকিরা নোভা, ইবনে সিনাহ হাসপাতাল লিঃ এর হার্ট বিশেষজ্ঞ ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ইসলামী ব্যাংক হসপিটালের সাবেক সিইও ডাঃ আমির হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান হীরা এবং মাতৃভূমি হাউজিং এর সম্মানিত উপদেষ্টা বাপ্পি সরদার সহ আরো অনেকেই।

পবিত্র কুরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মাতৃভূমি হেলথ কেয়ার ম্যাগাজিন এর সম্পাদক D-M&S জনাব জহিরুল ইসলাম। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা এবং রিবন ওপেন এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা সাধারণ মানুষের কাছে জানান দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের হার্টের যত্ন নেওয়া প্রয়োজন। মাতৃভূমি হার্ট কেয়ার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে যেন হার্টের রোগীর সংখ্যা কমে। আমরা এর সাথে একাত্ততা ঘোষণা করেছি।

মাতৃভূমি হার্ট কেয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিঃ মোঃ মাইনউদ্দিন মিয়া বলেন, মাতৃভূমি হার্ট কেয়ার’ কি ও কেন? এটা সকলের জানা প্রয়োজন। মাতৃভূমি হার্ট কেয়ার কেবল মাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, ইহা একটি আর্ত মানবতার গ্লানির নির্ভরশীল পরিত্রাণ মূলক কর্মসূচী। মাতৃভূমি হার্ট কেয়ার মূলত একটি মিশনারি ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে। কিছু নতুন কথা, गा আমাদের কর্মীবাহিনীকে তাড়না দেয়। আমরা এখানে ব্যবসা পড়ার জন্য আসিনি, সেবা দেওয়ার জন্য এসেছি। এখানে রোগী নয় আপনারা হবেন মেহমান।

মানবতার সেবা মানে স্রষ্ট্রার সন্তুষ্টি। তাই আপনারা মাতৃভূমি হার্ট কেয়ার এর সাথে থাকুন। আসুন এবং আমাদের সেবা দেখুন। ভবিষ্যতে আমরা উন্নত বিশ্বের মতো আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করব। এই ম্যাগাজিন কি তৈরি করতে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।

More From Author

ভূমি দস্যুদের কবলে প্রবাসীর বাড়ি, ২ কোটি টাকা চাঁদা দাবী ও প্রান নাশের হুমকী

বিদ্যুৎ বিভাগের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ঐক্যেবদ্ধ হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *