আসুন আমরা সবাই এক ছায়াতলে আসি- এক মুসলিম দাওয়াহ্ কল্যাণ সংস্থা

খাইরুল ইসলাম, ঢাকা:  কালিমা তাইয়্যিবার ছায়াতলে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য সজীব রাখার শপথ নিয়ে “মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই মহতী কাজের উদ্যোগ গ্রহণ করেন “এক মুসলিম দাওয়াহ্ কল্যাণ সংস্থা”।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৩:০০ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সৈয়দ মুহাম্মদ জুলফিকার সাহেব এর সঞ্চালনায় সভাপতির আসন অলংঙ্কৃত করেন দাওয়াহ কল্যান সংস্থার সম্মানীত সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া সাহেব।

“মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনার প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তিনি আসতে পারেননি। এক্ষেত্রে তার সহকারীকে দিয়ে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ইসলামিক ঐক্য থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক মুসলিম দাওয়াহ্ কল্যাণ সংস্থার সম্মানিত সহ-সভাপতি মোঃ নিজামউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক, বহু মসজিদরে প্রতিষ্ঠাতা দ্বীন দরদী ব্যক্তিত্ব জনাব নূর মুহাম্মদ তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের faculty of life & Earth science এর সাবেক ডিন (বর্তমান উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর) ড. মুহাম্মদ মনিরুজ্জামান, সম্মানীত খতীব সোবহান বাগ জামে মসজিদ ও প্রতিথ যশা আলেম শায়েখ শাহ্ ওয়ালিউল্লাহ, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডঃ মোঃ শামসুল আলম, প্রতিথ যশা আলেম, ইসলামী চিন্তবিদ ও গবেষক শায়েখ ডঃ সাইফুল্লাহ মাদানী,

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুসলিম ঐক্য বিষয়ক গবেষক ও লেখক আহমদ আঃ কাদের, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন মুসা বিন ইজহার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন মোঃ মামুন হোসেন, মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারী বিশিষ্ট ইসলমী চিন্তাবিদ ও অধ্যক্ষ তামিরুম মিল্লাত কামিল মাদ্রাসার শায়েখ ডঃ খলিলুর রহমান মাদানী, জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারী মো: আইয়ূব ভূঁইয়া এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরী।

বক্তাগণ সবাই ঐক্যমত প্রকাশ করেন যে,  মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা অপরিসীম। সবাইকে এক কালিমার ছায়াতলে থাকতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ইসলামিক ঐক্য ধরে রাখতে হবে।

“এক মুসলিম দাওয়াহ্ কল্যাণ সংস্থা” এর গঠনতন্ত্র:

ধারা-১: নাম ও সীমা :

এই দীনি সংগঠনের নাম “এক মুসলিম দাওয়াহ্ কল্যাণ সংস্থা” ইংরেজীতে One Muslim Dawah Welfare Organization. এই সংগঠনের কর্মতৎপরতা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমস্ত দেশব্যাপী বিস্তৃত থাকবে।

ধারা-২ : কেন্দ্রীয় দফতর : এই সংগঠনের সদর দফতর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হবে। বর্তমান ঠিকানাঃ সৈয়দ কটেজ, প্লট নং-১৩৮৯, ৮/বি, ব্লক-এ, বসুন্ধরা রিভারভিউ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। সংস্থার ঠিকানা পরিবর্তন হলে নিবন্ধীকরণ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ধারা-৩ : মূলনীতি :

এই সংগঠনের যাবতীয় কার্যক্রমের মূলনীতি হবে কালিমা তাইয়্যেবা: লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্। আল্লাহ্ ব্যতীত কোন মাবুদ নাই মুহাম্মদ (সা:) আল্লাহর রাসূল অর্থাৎ তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। ধারা-৪: লক্ষ্য ও উদ্দেশ্য: কালিমা তাইয়্যিবার ছায়াতলে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করা এবং শির্ক বিদআত মুক্ত ইসলামি পরিবার ও সমাজ গঠন ও আল্লাহর সন্তুষ্টি লাভ করে দুনিয়ার কল্যাণ ও আখেরাতে জান্নাত লাভ ।

৪.১: তাওহীদ ও সুন্নাহ্ বাস্তবায়নে তৎপর হওয়া:

জগতসমূহের সার্বভৌম প্রভূত্ব একমাত্র আল্লাহর, অন্য কারও নয়, কায়মনোবাক্যে তা স্বীকার করা এবং বিশ্ব নবী মুহাম্মদ (সা:) এর সুন্নাহ অনুসরণ করে চলা এবং জীবনের প্রতিস্তরে কুরআন সুন্নাহ্ বিধানকে বাস্তবায়ন করার জন্য তৎপর হওয়া।

৪.২: কুরআন সুন্নাহ্ নিঃশর্ত অনুসরণ: যে সকল নির্দেশ কুরআন সুন্নাহ্য় বিদ্যমান তা প্রতিপালন করা ।

৪.৩: কুরআন সুন্নাহ্ নিয়ে একে অন্যের সাথে মতবিরোধ না করা বরং কুরআন অনুযায়ী সূরা আনআমের ১৫৯ নাম্বার আয়াতের মাধ্যমে বিচারের ভার আল্লাহর এখতিয়ারভুক্ত রাখা। ১৫৯ আয়াতে বলা হয়েছে- “যারা দ্বীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোন দায়িত্ব তোমার নয়; তাদের বিষয় আল্লাহ্ ইখতিয়ারভুক্ত । আল্লাহ্ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন” ।

More From Author

ছিন্নমূল বণিক সমিতির অর্থ আত্মসাত করে বাড়ি তৈরি

“সাশ্রয়ী রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য চাই স্থানীয় এনজিওদের নেতৃত্ব” শীর্ষক সংবাদ সম্মেলনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *