রাষ্ট্রকে এগিয়ে নেয়ার লক্ষ্যে শিল্প ও উন্নয়ন পরিষদের ২৫ দফা

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   শিল্প বিল্পবের বিশ্বনেতৃত্বে বাংলাদেশ যেন অগ্রগণ্য থাকে এবং বাংলাদেশসহ ১১ টি দেশের রাষ্ট্র প্রধানের নামে ১১টি দেশের শিক্ষক ও শিক্ষাকোর্স সমন্বয়ে ১১টি জেলায় ১১টি শিল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ। উক্ত আলোচনায় দেশবরেণ্য রাজনীতিবীদ এবং পেশাজীবী সমাজ অংশগ্রহণ করেন।

এ সময় তারা ২৫ দফা দাবি উপস্থাপন করেন। রাষ্ট্রকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তাদের দাবিগুলো হলো –

১. ১১টি দেশে ২০০/৩০০ একর কৃষি জমি ৫০/৯৯ বছরের জন্য লীজ নিয়ে বাংলাদেশী শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিদেশে ১ মাসের শিল্প শিক্ষা সফর/প্রশিক্ষনের সময় সেখানে কর্মযুক্ত কৃষি কাজ করে, আয় করে সফরের খরচ মিটানো যেতে পারে ।

২. বিদ্যুৎ শিল্প ব্যাংক, গার্মেন্টস শিল্প ব্যাংক, উপজেলা ক্ষুদ্র শিল্প ব্যাংক, সিটি কর্পোরেশন ক্ষুদ্র শিল্প ব্যাংক প্রতিষ্ঠা

৩. ৫৬৪ টি উপজেলায় শিল্প স্কুল ও শিল্প কলেজ প্রতিষ্ঠা । মডেল মাদ্রাসা ও প্রকৌশল, মেডিকেলসহ ইসলামী মডেল বিশ্ববিদ্যালয়

৪. ৫৬৪ টি উপজেলায় শিল্প কর্মকর্তা বিসিএস ক্যাডার পদ সৃষ্টি করে নিয়োগ। সিটি কর্পোঃ এ শিল্প কর্মকর্তা, ইউনিয়নে পল্লী শিল্প কর্মকর্তা

৫. নারায়ণগঞ্জকে নিটওয়্যার রাজধানী, নরসিংদীকে টেক্সটাইল রাজধানী, গাজীপুরকে গার্মেন্টস রাজধানী ও শিল্প বিশ্ববিদ্যালয়

৬. কোম্পানীগঞ্জ সোনাগাজী নদীবন্দরকে সমুদ্র বন্দর, নোয়াখালী, বগুড়া, কুষ্টিয়া বিভাগ ও সিটি কর্পোরেশন

৭. মক্কা-মদিনায় মুসলিম জাতিসংঘ এবং বাংলাদেশে ঢাকায় ইসলামী ইউনিয়ন প্রধান কাযালয় প্রতিষ্ঠা ওআইসি’র ৫৭ টি দেশ সমন্বয়ে ৮. ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত অনার্স কলেজে ক্ষুদ্র শিল্প এসেম্বলিং বিভাগ চালু করা যেতে পারে। ঘরে ঘরে ইন্ডাষ্ট্রি তথা শিল্প বিপ্লবের জন্য

৯. দেশের সমস্ত ইউনিয়নে প্রাইমারী/হাই স্কুল ভবনে নৈশকালীন ৩ মাসের শিল্প ট্রেড কোর্স চালু করা যেতে পারে

১০. বিশ্ববিদ্যালয়/অনার্স ছাত্রদের শিল্প প্রশিক্ষন ও শিল্প ঋণ দেয়া হোক

১১. ঢাকাস্থ জাপান, জার্মানী, কোরিয়ার, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদের দেশের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহায়তায় নগর ভবন বা বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিল্প এসেম্বলিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে ।

১২. প্রস্তাবিত প্রবাসী চেয়ারম্যান এর সহায়তায় চীন, জাপানের ন্যায় বাসায় তৈরি শিল্প পণ্য বিদেশে রপ্তানীর সহায়ক পরিবেশের জন্য, প্রস্তাবিত উপজেলা শিল্প মার্কেট, শিল্প প্রশিক্ষন ও শিল্প তথ্য কেন্দ্র এবং সিটি কর্পোরেশন শিল্প মার্কেট, শিল্প প্রশিক্ষন ও শিল্প কেন্দ্রের মাধ্যমে জনগনকে সহায়তা করা যেতে পারে।

১৩. জাপান, জার্মানী, চীন, ইউরোপের সহায়তায় দেশে বাস, ট্রাক, কার, জীপ, মোবাইল, কম্পিউটার ইত্যাদি তৈরী ও রপ্তানি করতে হবে ইনশাল্লাহ।মুসলিম লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত প্রগতি ইন্ডাস্ট্রিকে আধুনিকায়ন করতে হবে।টঙ্গী টেলিফোন শিল্প সংস্হা আধুনিকায়ন করতে হবে ইনশাল্লাহ।

১8. নেপালে বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে পানি বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনতে হবে (কম খরচে)।মুসলিম লীগ সরকারের প্রতিষ্ঠিত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ন্যায়।

১৫. জাপান, জার্মানী, রাশিয়ার পাওয়ার স্টেশন মেশিনারীতে -ওমান, সৌদি আরব বা ইরানের তৈলে, বাংলাদেশের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীদের পরিচালনায়, দুই বা তিন দেশের যৌথ উদ্যোগে আফ্রিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয় ব্যবসা করতে হবে ইনশাল্লাহ। মুসলিম লীগ সরকারের নির্মিত সিদ্ধিরগঞ্জ ১০ মেগাওয়াট, ৩০ মেগাওয়াট ডিজেল পাওয়ায় স্টেশন ন্যায়। আধুনিক রুপে।

১৬. সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, লিবিয়া, ওমান ইত্যাদি মধ্য পাচ্য দেশে-তাদের দেশের বিল্ডিং নির্মান কাজ, রাস্তাঘাট ও সেতু নির্মান কাজ, ইলেকট্রিক লাইন ও সাব স্টেশন নির্মান কাজ, সাব কন্ট্রাক্ট করে/মেইন কন্ট্রাক্ট করে, PDB, DPDC, PWD, সড়ক ও জনপথ, বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল শাখা, বাংলাদেশের ব্যবসায়ীদের কাজ করতে পাঠিয়ে মিলিয়ন, বিলিয়ন ডলার আয় করতে হবে ইনশাল্লাহ।সংশ্লিষ্ট শিল্প পণ্য রপ্তানি করতে হবে ইনশাল্লাহ।

১৭. বাংলাদেশ পাওয়ায় রিসার্চ ইনস্টিটিউট ( BPRI) প্রতিষ্টা করে, উৎপাদিত বিদ্যুৎ শিল্প পণ্যের সনদ দিয়ে, বাংলাদেশ থেকে পাওয়ার ট্রান্সফরমার, ইলেকট্রিক ক্যাবল সহ বৈদ্যুতিক শিল্প পণ্য বহি:বিশ্বে রপ্তানি করার ব্যবস্হা করতে হবে।

১৮. সরকারি উদ্যোগে আম, আনারস, লিচু, কলা, কমলা,তরমুজ সহ ফল, ফসল ইত্যাদির জুস, জেলি তৈরীর ফ্ল্যান্ট করে – সম্মানিত কৃষকদের, নির্দিষ্ট প্রসেস ফি নিয়ে, কৃষি খাদ্য শিল্প পতি করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যেমনটি রাইস মিলে ধান ভাঙ্গালে ফি দিতে হয় কৃষককে। জনগনের ক্রয় ক্ষমতা ও আয় বাড়বে। প্রযুক্তি জ্ঞান বাড়বে।সম্মানিত কৃষকগন দেশে খাদ্য শিল্প পণ্য বিক্রয় ও বিদেশে রপ্তানি করবেন। কৃষক হবে কৃষি খাদ্য শিল্পপতি। অর্থনৈতিক শিল্প আয় বাড়বে। কৃষি শ্রমের সুখী মুল্যায়ন হবে।

১৯. সরকারি উদ্যোগে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, খাসির মাংস ইত্যাদি টিনজাত, প্যাকেট জাত বা প্রক্রিয়া জাত করার প্ল্যান্ট নির্মান করে দিতে হবে। মালয়েশিয়ার ন্যায়।

উৎপাদনকারী তাঁর পণ্য নিয়ে এসে – ফি দিয়ে প্যাকেটজাত, প্রক্রিয়াজাত সরকারি ফ্ল্যান্ট থেকে করে নিয়ে, নিজেই দেশে বিক্রয় করবে। বিদেশে রপ্তানিতে সহায়তা করতে হবে।

২০. ভবিষ্যতে রাশিয়ার বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজের, বাংলাদেশী প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীদের দিয়ে বাংলাদেশের সাব কন্ট্রাক্ট কাজ করতে হবে (৩০ / ৫০ হাজার কোটি টাকার কাজ)। (যেমনটি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারত প্রায় ৪০/৫০ হাজার কোটি টাকার সাব কন্ট্রাক্ট কাজ করে আয় করেছিল)। ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার ঋনে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঋনগ্রস্হ থাকলো বাংলাদেশের জনগন। সম্মান ও আয় করলো ভারত।

২১. বাংলাদেশে বিদেশী প্রযুক্তিতে উৎপাদিত শিল্প পণ্য – জাপান, জার্মানি, চীন, কোরিয়ার ন্যায় বহি:বিশ্বে রপ্তানি করে মিলিয়ন, বিলিয়ন ডলার আয় করতে হবে ইনশাল্লাহ। বিশ্ব উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে।

২২. ৫৬৪ টি উপজেলার ২/৩ টি ইউনিয়নের কেন্দ্র স্হলে ১টি করে দাতব্য চিকিৎসালয় বা পল্লী চিকিৎসালয় প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ। জনগনের স্বাস্থ্য সেবার জন্য।

যেখানে ১ জন MBBS ডাক্তার পোস্টিং থাকবে, সংশ্লিষ্ট সহকারী সহ ।

মুসলিম লীগ সরকারের প্রতিষ্ঠিত, বামনী দাতব্য চিকিৎসালয়, কোম্পানিগঞ্জ নোয়াখালীর ন্যায়।

২৩. এয়ারফোর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

মুসলিম লীগ সরকারের প্রতিষ্ঠিত ফৌজদার হাট ক্যাডেট কলেজের ন্যায়।

২৪. এশিয়ান মহিলা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ন্যায়।

২৫. পুরাতন বৃহত্তর ১৭ টি জেলায় প্রয়োজন সাপেক্ষে কমপক্ষে ১টি করে এয়ারপোর্টে থাকতে হবে ইনশাল্লাহ। আমেরিকা ইউরোপ সহ যেই সমস্ত দেশ যত বেশী উন্নত, সেই সমস্ত দেশে তত বেশী সংখ্যক এয়ারপোর্ট আছে। অথবা তৈলের খনি বা প্রযুক্তি শিল্প উন্নত দেশ। ভবিষ্যতে বাংলাদেশে যখন বিমান ইন্ডাস্ট্রি হবে, তখন ১৮ কোটি মানুষের ৬৪ জেলায় অনেক এয়ারপোর্ট থাকতে পারে ইনশাল্লাহ । সময় ও মেধাকে উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে এবং বিশ্ব উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ইনশাল্লাহ। আমেরিকাতে ২ বা ৩ সিট বিশিষ্ট অনেক বিমান আছে। যাহা মার্কেট থেকে বিমানের খুচরা পার্টস ক্রয় করে এনে, অনেকে বিমান এসেম্বলিং করে, নিজের বিমান নিজে পরিচালনা করে থাকেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জনাব শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,  বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ড. আহমদ আবদুল কাদের মহাসচিব, খেলাফত মজলিস, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। অধ্যাপক ড. এ আর খান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, মিজ তানজিনা বিনতে নূর লেকচারার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এ্যাড. হুমায়ুন কবির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, জনাব আলাউদ্দীন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, অধ্যাপক ড. মুহাম্মদ জসীম উদ্দিন প্রধান রিটার্নিং কর্মকর্তা, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব মাসাদুল আলম মাসুদ প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ স্টীল এন্ড রি-রোলিং মিলস ওনার্স এসোসিয়েশন, চেয়ারম্যান, শাহরিয়ার স্টিল গ্রুপ। জনাব আব্দুল হক, সাবেক উপদেষ্টা FBCCI সাবেক সভাপতি, জাপান-বাংলাদেশ সিসিআই, আলহাজ্ব নবী উল্লাহ নবী সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ, জনাব আব্দুল্লাহিল কাফি হেড অব দি প্রোডাকশন, MY TV, জনাব এইচ এম তানভির হাসান প্রযোজক, প্রোগ্রাম, GTV, জনাব বেলায়েত হোসাইন সিনিয়র রিপোর্টার, এখনTV; পিকিং বিশ্ববিদ্যালয়, চীন, মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী, জনাব আবু তৈয়ব হাবিলদার, ডাকসু ২০২৫ ভিপি পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক নেতৃবৃন্দ।

More From Author

প্রশ্নফাঁস চক্রের আর্থিক প্রলোভনে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে- রিয়াজুল ইসলাম

বাংলাদেশ তরিকত পার্টি আত্মপ্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *