শিশু-কিশোর সংগঠন- অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কামরুল ইসলাম, ঢাকা:  শিশু-কিশোর সংগঠন- অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু- কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে প্রাথমকি স্তর থেকেই দীনী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়। মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অংকুর’র পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো: নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অংকুর’র প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান, বিশিষ্ট ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান, অংকুরের উপদেষ্টা এডভোকেট শেখ রাজাউল করিম, এডভোকেট মো: মিজানুর রহমান, কাজী আরিফুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু।

এই সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ই্সলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

More From Author

দূর্গা পুজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা

প্রশ্নফাঁস চক্রের আর্থিক প্রলোভনে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে- রিয়াজুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *